রাতের চেয়েও অন্ধকার ... (এই শিরোনামে বদল নেই!)
ধৃত প্রেমোদয় খাখা পেশাগত ভাবে দিল্লি সরকারের নারী ও শিশুকল্যাণ দপ্তরের একজন সহকারী অধ্যক্ষ বা ডেপুটি ডায়রেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশেষ ভাবে শিশুরক্ষা ও শিশুকল্যাণ, জুভেনাইল জাস্টিস এ্যাক্ট এমনকি পকসো এ্যাক্ট বা শিশুদের উপর যৌননির্যাতন বিরোধী যে আইন, সেই আইনগুলির বিষয়েই প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ছিলেন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যও তিনিই দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আজ পকসো’র ধারাতেই তাঁকে ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 24 August, 2023 | 463 | Tags : Delhi Minor Rape Case Accused Government Official Women and Child Welfare Department POCSO Act